তিস্তার তীরে মোর ছোট্ট একটি নীর ।
খরের ছাউনি দেয়া নয় ইটের প্রাচীর ।
ছেয়ে আছে আপন করে বটের ছায়ায় ।
সমুখে গাঙ্গের ধারা বয়ে যায় ।
মৃদু পবনে বট পত্রে বাজে রিনিঝিনি ।
প্রাতে জেগে উঠি পক্ষির গান শুনি ।
গাঙ্গের শীতল জলে নাইতে দারুণ
Top today
বিদ্রোহী কবি নজরুল ইসলামের মৃত্যূ বার্ষিকী স্মরণে
এপার কি ঐপার-কি বিশ্বময়?
জেলাটির নাম বর্ধমান- ঐখানে
আজও আছে-চুরুলীয়া গ্রাম
সেখানে জন্ম তাহার-সাম্য প্রেমের
ভরপুর দুখু মিয়া যে নাম-
ভবে ক্ষীপ্ত,কখনো মায়াময়
হাওয়া বয়?স্পর্শ করেছে যে
বাংলার বিজয়।কি সবুজ বিদ্রোহ
গড়েছিল টগবগ?উজ্জ্বল দিখেছি
আয়না দিয়ে বায়না ধরতে শিখেছি।
ঐ পথে আর