আমার মরা গাঙ্গে কেনো তুললে ঢেউ?
কেনো জাগালে প্রাণ?
যদি নাইবা ভাসাবে পাল
তবে কেনো শেখালে মাঝি-মাল্লার গান?
নিষ্প্রাণ ছিলাম;বেশ তো ছিলাম
কেনো ফেললে তবে বড়শি?
কেনো আলতা পায়ে এলে মরা গাঙ্গে?
কাঁখে প্রেমের কলসী।
কঠিন বাঁধে আবদ্ধ ছিল আমার গাঙ্গ;
নিষিদ্ধ নদীর জল,
কেনো এলে চোরা গর্ত খুঁড়ে?
কেনো আনলে