এই যে ভাই কোথায় চললেন ধেয়ে
কিছু কথা ছিল, শুনবেন কি এগিয়ে ?
ডাকছেন কেন ভাই
বেশ তাড়া আছে
শুনবো পরে, এখন যাই ।
কেউ শুনে না
কেউ শুনে না
সবাই চইলা যায়
কেউ জানলো না কেন কাঁদে
নুরজাহানের মায়,
নুরজাহানের দুস্থ বাবা
কাতরাচ্ছে জ্বরে
দুইদিন ধরে অনাহারী
এই বুঝি যায় মরে !
যখন তার