দাঁড়িয়ে আছে সে
কখনো এক পায়ে ভর করে
কখনো এলিয়ে দুলিয়ে
কখনো দু’পা কাপা কাপা
মিটি মিটি হেসে হেসে সে।
তারও আছে চাহিদা
কিছু অন্যরকম চাহিদা
বাঁচার, বাসস্থানের, আহারের, নীড়ের
স্বামী সঙ্গ, সন্তান ধারণ; লালন-পালনের।
বাজার করার, শাক-মাছ-চাল কিংবা প্রসাধনী
যৌন চাহিদাটা কি তার এতই প্রকট?
যে কারণে সে দাঁড়িয়ে আছে
কখনো