তোমার ছবিটা আমি
ফিরিয়ে দিয়েছি।
এক খণ্ড মসৃণ কাগজে
স্থির হয়ে আটকে থাকা তোমাকে
বেশ সুন্দরীই লাগছিলো
ঠোঁট, ভুরু, চোখ,নাক
নিখুঁত উঠেছে।
ঘুরিয়ে ফিরিয়ে যতোবার দেখি
শুধু দেখি নিখুঁত উঠেছে।
কিন্তু বড়ো স্থির !
আমার হৃদয়ে আছো তুমি
বাস্তবেও আছো।
কল্পনায় চোখ মেলে
যতোবার তোমাকে দেখেছি
ততোরূপে দেখা দিলে
বাস্তবেও তুমি তাই।
কল্পনায় কতো বেশি প্রাণবন্ত