আমায় ছেড়ে কোথায় যাবে?
কত দুরে?
আসতেই হবে তোমাকে
হ্যামিলনের সুরে।
এখানে তোমাকে আসতেই হবে
এখানে ভালোবাসার শিকড়।
যত দুরেই যাও না কেন
টান যে প্রখর।
ক্ষণিকের রাগ-অভিমান
ক্ষণিকের দূরত্ব।
আমায় ছেড়ে কোথায় যাবে?
আমি যে তোমার শাশ্বত মিত্র।
আমার হিয়ায় তুমি আদিবাসি
আমার হিয়ায় তুমি মৌলিক।
সত্তার টানে তোমাকে আসতেই হবে
কৃত্রিমতা এখানে নয়