কত অবহেলায় করে যাচ্ছি সময় পার
হে বিশ্ব বিধাতা, আমি পাপি লাচার….
বুঝেও না বুঝার ভান ধরে থাকি
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে সময়, দিয়ে আমায় ফাঁকি।
কত সুন্দর করে তুমি পৃথিবী করেছ সৃজন
সব ছেড়ে, দিতে হবে পাড়ি অনন্ত যাত্রায়,
রেখে সব আত্মার স্বজন।
ডুবে থাকি ইহলীলায়, আজব
Top today