প্রিয় পাঠক-পাঠিকা ও সম্পাদক সাহেব আপনারা কেমন আছেন? আশা করি ভাল আছেন। অনেকে হয়তো ঈদের ছুটি কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে আসছেন আবার অনেকে হয়তো এখনও ফিরেন নি। আমার পক্ষ হইতে আপনাদের সবাইকে ঈদ মোবারক ও
ভেঙ্গে গেছে বিশ্বাসের আয়না
ছিন্ন হয়েছে ভরসার গাঁথুনি।
চিড় ধরেছে আস্থার ফ্রেমে
ম্লান হয়েছে শ্রদ্ধার চাহনি।
মেজেতে গড়াগড়ি খায়
অজস্র অপরিণত প্রতিচ্ছবি।
অগণিত ভাঙ্গা টুকরোগুলোর
তুচ্ছ তাচ্ছিল্য-ই কেবল দাবি।
ডাস্টবিনের হা করা মুখ
টুকরোগুলোর শেষ আশ্রয়।
শোবার ঘরের শোভা নয় আর
নয় আর আদুরে প্রশ্রয়।
তবুও স্মৃতির মায়ায় ছুঁয়ে দেখতে গিয়ে;
বাস্তবতার ধারালো