খোকা-খুকির ঘুম ভেঙ্গেছে
করবে তারা ঈদ,
এই খুশীতে সব শিশুদের
নেই যে চোখে নিঁদ।
আজকে শুধু খুশীর ঈদ
সবার সাথে মিশে,
সারাটা দিন কেটে যাবে
গান গেয়ে আর হেসে।
জাতিস্মর নই আমি
পূর্বজন্ম কিংবা তারো পূর্ব পূর্বজন্ম
ঝিকিয়ে ওঠে না তাই স্মৃতির আকাশে
তাই বলে শুধুই নিষ্ফলা নয় আমার শৈশব
শৈশবের গর্ভে থাকা নিগূঢ় শৈশব
ফ্লাশ লাইট হয়ে জ্বলে শৈশবে শৈশবে
আর্কাইভে ঝুলন্ত ছবি অনুক্রমহীন
ইচ্ছেমতো যায় আসে
বারান্তর কালান্তর কোলাকুলি চলে
কোথাও লুকিয়ে আছে একঝাঁক হাঁস
পেছনে শৌখিন