পর্ব-০১
গল্পটি মোট তিন পর্বে প্রকাশ করা হবে শেষ দিনে তিনপর্ব একসাথে পোস্ট করা হবে।
এক :
রাত প্রায় ১ টা বাজে। বাইরের কোন প্রকার শব্দ কানে আসছে না। রুমের মধ্যে নীল রঙের ডিম লাইট টা টিম টিম করে জ্বলছে। ডিম লাইটের আলোয়
Top today
দিকভ্রান্ত সভ্যতা
আহমেদ ফয়েজ
ভ্রান্ত-পরিশ্রান্ত শকুনের মত দিকভ্রান্ত সভ্যতা
তবু আলোড়নে আলোকিত হতে চায়
দেয়ালে লেগে থাকা দৃশ্য;
মাটির কলস-হাত পাখা-পাতিলের ছিকনাই
মেঝেতে আলপনা আঁকা কার্পেট আর-
অতি যত্নে অবহেলার গ্রামোফোন
এ যেন দিকভ্রান্ত-পরিশ্রান্ত শকুন।
ভ্রান্ত-পরিশ্রান্ত শকুনের মত দিকভ্রান্ত সভ্যতা
তবু ওয়ালমেটের মত সেটে আছে একতারা
লালন ফকির-কবিগুরুর ছবি-
যত্নে গড়া দেয়ালের
ভালবাসা’র যে পেয়ালা’তে দেবার কথা
প্রেমের মাতাল সুরা।
অন্ধ বিশ্বাসে আমি পান করেছি
ছিল তা বিষে ভরা।
তবুও চুমুকে চুমুকে পান করেছি
করিনি এতোটুকু ওজর।
শিরায় শিরায় আজ বিষের প্রতিক্রিয়া
গুনছি মৃত্যু প্রহর।
করিনি কোথাও এতোটুকু অভিযোগ
কারো আদালতে দেইনি ধর্না।
নিজের কর্মফল ধরে নিয়েছি তা
নিজেই করেছি নিজের নিন্দা।
মই ধরে