প্রিয় সম্পাদক, সহ-সম্পাদক ও ব্লগার ভাই ও বোনেরা আপনাদের প্রতি রইল আমার পক্ষ থেকে ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা। ঈদ আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। আপনাদের প্রতিটি দিন কাটুক ঈদের দিনের মতো। এই কামনায় সকলকে ঈদ মোবারক।
Top today
নারী, আমি দেখেছি নেশার অমানিশায় তোমাকে, নির্লিপ্ত।
বেদনার ঘূর্ণিজালে বন্দিতুমি, তুমি বস্ত্রহীন, নিঅম্বরী
স্বাধীন বিহঙ্গের ন্যায় শহরের পাদদেশে
তুমার অমুলক প্রাচুর্যতা ধনাঢ্যতা কেড়ে লুণ্ঠিত-
চর্বন করে রেখেছে, এখন যারা শয়ণে অসভ্য।
নারী, তোমাকে দেখেছি আজ অমুর্ত
তোমাকে নুইয়ে দিয়েছে যারা অভিধানের গ্রহ থেকে।
তাদের ইন্দ্রজাল ভেদ করার
বাংলা ভাষা মায়ের কাছে
প্রথম শেখা বুলি
তবে বলো এ ভাষাকে
কেমন করে ভুলি?
খুব সুন্দর এ ভাষার
মিষ্টি মধুর কলি
এ ভাষাতে আমি আমার
মনের কথা বলি।