ওই যে দেখুন পথের ধারে, একটি গরিব শিশু
ডাস্টবিনে খাবার খুঁজে, না পেয়ে আজ কিছু
ক্ষুধা নিয়ে উদোম গায়ে, কাটায় দিন ও রাত
আসুন না ভাই তাদের প্রতি, বাড়াই দুটি হাত
Top today
তোমার প্রতীক্ষায় আজও আমি ছুটে ছলেছি
পৃথিবীর পথে প্রান্তরে।
তোমাকে খুঁজতে খুঁজতে চলে গেছি
আমি মানব হৃদয় থেকে বহুদূরে।
মনুষ্য মনের সীমানা ছাড়িয়ে
মহাকাশ-মহাশূন্য ছাড়িয়ে
মহাজাগতিক অনুভূতির অন্তরালে।
সময় স্থবির হয়েছিল সেখানে
কাল গিয়ে মিশেছিল মহাকালে।
অপেক্ষার প্রহর আজতক অনেক গুনেছি
চল্লিশটি জানুয়ারী পেছনে ফেলে এসেছি
তবুও এখনও তোমায় খুঁজেই চলেছি।
কতকাল