পর্ব-১৮
নির্বাচনী প্রচারণা চালিয়ে মজনু ও মতিন সড়ক ধরে বাড়ি ফিরছে। মাঝ পথে এসে মতিন হঠাৎ বলল, ভাইজান একটা কথা বলব ?
মজনু বলল, বল।
একেবারে খালি হাতে ভোট চাইতে ভালো লাগে না।
খালি হাতেই চাইতে হবে।
হতাশার স্বরে মতিন জিজ্ঞস করল, কেন ভাইজান ?
মজনু
চৈত্র মাসের মিত্র হাওয়া
বৈকেলেরি গায়
পথের ধারে দাড়িয়ে ছিলুম
এমনি কোনো বায়,
হঠাৎ দেখি উজান হতে
মাটির একখান কলসী কাধে
নীল শাড়ীতে ঢেউ তুলে
আসছে কেউ হেলদোলে
নুপুর বাঁধা পায়
নুপরের ঐ রিমিঝিমি
বাতাসের ঐ পাগলামি
মনটা উড়ে যায় |
আমায় দেখে লাজুক চোখে
ঘোমটা দিয়ে মুখটা ঢেকে
দ্রুত চলে যায়
আমি কাজল হয়ে
পৃথিবীর প্রতিটি মানুষই কবি;
প্রতিটি ভাললাগা কবিতা,
প্রতিটি স্বপ্ন কবিতা,
সুখ, খন্ড খন্ড ব্যাথা,
পুরো জীবনই কবিতা
যেন প্রতিটি মনের আকাশে সবিতা।
প্রতিটি মানুষ যেমন প্রেমে পড়ে,
অথবা জড়িয়ে পড়ে সৌন্দর্যের বন্ধনে,
তেমনি কবিতাও লেখে,
অথবা মনের অজান্তেই উচ্চারিত হয়
ছন্দবদ্ধ বানী।
যেন সদা ঘ্রানের আবেশে জড়ানো ফুলদানী।
যেন