এক ভীত লোক নদীতে গোসল করতে গেছে:
ভীত লোক : ওহে জেলে ভাই নদীতে সাপ নেইতো?
জেলে : না ভাই, সাপ নেই।
ভীত লোক : তাহলেতো নিশ্চিন্তে গোসল করা যায়।
জেলে : হ্যাঁ, করা যায় কিন্তু সাবধানে গোসল করতে হবে।
ভীত লোক
Top today
বাবা আমার সুখে দুখে
কত আদর করে,
তাহার কথা মনে হলে
অশ্র“ ঝরে পড়ে।
অসীম আলোর পথ দেখাতেন
বাবা আদর করে,
তখন কি যে খুশি হতাম
প্রাণটি যেত ভরে।
ছোট বেলা বাবা তোমায়
কত যে ভয় পেতাম,
সকাল সাঁঝে তোমার কথায়
পড়তে বসে যেতাম।
পাল্কী চলে!
পাল্কী চলে!
গগন-তলে
আগুন জ্বলে!
স্তব্ধ গাঁয়ে
আদুল গায়ে
যাচ্ছে কারা
রৌদ্রে সারা
ময়রামুদি
চক্ষু মুদি’
পাটায় ব’সে
ঢুলছে ক’ষে।
দুধের চাঁছি
শুষছে মাছি,
উড়ছে কতক
ভনভনিয়ে।
আসছে কা’রা
হন্ হনিয়ে?
হাটের শেষে
রুক্ষ বেশে
ঠিক দু’পুরে
ধায় হাটুরে!
কুকুর গুলো
শুঁকছে ধূলো,
ধুঁকছে কেহ
ক্লান্ত দেহ।
গঙ্গা ফড়িং
লাফিয়ে চলে;
বাঁধের দিকে
সূর্য্য ঢলে।
পাল্কী চলে রে,
অঙ্গ টলেরে!
আর দেরি কত?
আর কত দূর?
সত্যেন্দ্রনাথ দত্ত (জন্ম: ফেব্রুয়ারি ১১, ১৮৮২