আরও অনেকের মতোই আমি তার কলমের জাদুতে মুগ্ধ ছিলাম এবং থাকবো । শুধু তার কলম বলি কেন? তার কথার ধরন সহজ-সরল উক্তিও আমাকে তার কাছে টেনে এনেছে। বহু বছর পর তিনিই এদেশের সাহিত্য প্রিয় মানুষকে দিয়েছেন এক নতুন ধারার সাহিত্য
Top today
রুদ্র মোহাম্মদ ইদ্রিস
(শ্রদ্ধেয় স্যার কবি শফিকুল ইসলামকে নিবেদিত)
একটি নক্ষত্র অস্তমিত হলে
আমরা তার প্রস্থান পানে চেয়ে রইলাম দীর্ঘ সময়
আরো কিছু আলোক রশ্মির প্রয়োজন ছিল।
একটি সাদা বক নিজস্ব ভাষায় ডেকে নিয়ে স্বজাতিদের
ফিরে গেলো নীড়ে।
আমরা যারা নক্ষত্রের অনুজ
অর্ধমৃত অন্তরাত্মা পুড়ে
ইটভাটার ভেতর ভেতর যেমন
ঘুরপাক