চীন থেকে রূমকীটা রিং করে-
পাপ্পাটা ডিসকোতে সিং করে,
মাম্মিটা আজকাল পাংক করে;
সাজগোছে খুব বেশি ঢং করে।
ভাইয়াটা রোজ হংকং ঘুরে,
কথা বলে ইং মিং চিং করে।
নাম্বার ঘুরাতেই রং করে-
লাইনটাই কেটে গেল ক্রিং করে!
পুরনো শহর মানে-স্মৃতির শহর,
বহুদিন পর সেই পুরনো স্মৃতির শহরে ফেরা মানে-
স্মৃতির আয়নায় নিজেকে মুখোমুখি দাড় করানো….
কত স্মৃতি,কত মুখ
কত উদাস দুপুর,বিষন্ন গোধূলী, জোছনা-মাখা রাত…
ফেলে আসা ক্ষণগুলো মুহুর্তে হৃদয়ে ভীড় করে।
আর সেই সব সকাল-দুপুর-সন্ধ্যা-নিশার পটভূমিতে
কোন কোন মুখ আবার অবিকল মনে জাগে,
হৃদয়ের