॥ বন্দীশালায় স্মৃতিচারণ ॥
এক রাতে বন্দীশালার বিছানায় শুয়েছিলো শাহীন। ওর সাথী কামাল দিব্যি ঘুমিয়ে গেলেও, তার কিছুতেই ঘুম আসছিলো না। মন তার চলে যায় বাড়িতে। সে শুয়ে শুয়ে ভাবছিলো মা-বাবা, ভাই-বোনদের কথা। সহপাঠী এবং খেলার সাথীদের কথা। বোন ফারহানার
ছবি- এলিজাবেথ ব্লাকবার্ণ
জন্ম-২৬ শে নভেম্বর ১৯৪৮,তাসমানিয়া,অষ্ট্রেলিয়া।
2 ক্যারল গ্রেইডার
জন্ম-১৫ই এপ্রিল ১৯৬১,ছ্যান ডিয়েগো,কালিফোর্ণিয়া,আমেরিকা।
3. জ্যাক জোছটাক।
জন্ম-৯ই নভেম্বর ১৯৫২, লন্ডন, ইউকে।
২০০৯ সালে, এলিজাবেথ ব্লাকবার্ণ,ক্যারল গ্রেইডার ও জ্যাক জোছটাক ফিজিওলজী অথবা মেডিসিন এর উপর নোবেল বিজয়ী হন, এই কাজ দেখানোর উপর যে TELOMERE ও TELOMERASE