সবচেয়ে যে ছোট পিঁড়ি খানি
সেখানি আর কেউ রাখে না পেতে,
ছোট থালায় হয় নাকো ভাত বাড়া
জল ভরে না ছোট্ট গেলাসেতে।
বাড়ির মধ্য সবচেয়ে যে ছোট
খাবার বেলা কেউ ডাকে না তাকে।
সবচেয়ে যে শেষে এসেছিল,
তারই খাওয়া ঘুচেছে সব – আগে।
সবচেয়ে যে অল্পে ছিল খুশি