আজ ২৩ জুন। ঐতিহাসিক পলাশী ট্র্যাজেডি দিবস। ১৭৫৭ সালের এই দিনে ইতিহাসের প্রাসাদ ষড়যন্ত্রে যুদ্ধের প্রহসন হয়েছিল পলাশীর আমবাগানে। সেদিন বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ স্বাধীন নবাব তরুণ সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়। বেদনাবহ স্মৃতিকে স্মরণ করে
Top today
নবিসম্বন্ধীয়–
* তুমি এসেছ? ভোরের শিশিরের আলাপে শোনেছি তোমার আগমনীবার্তা
আকাশ বাতাস নক্ষত্রের কানাকানিতে জেনেছি তোমার আসার খবর
তুমি এসেছ, পৃথিবী হয়েছে শোভাময়
প্রকৃতি ভরে গিয়েছে সজীবতায়
আলোকিত হয়েছে কোকাফ নগরী
মৌমাছির গুঞ্জনে শোনেছি তোমার স্তুতি
সাপের আচরণে দেখেছি তোমার হাঁকিকত
এ কায়েনাৎ ঝোঁকে পড়েছে তোমার কদমে–
হে আমার