মানচিত্র দেখে যুক্তরাজ্যকে মোটামুটি একটি দ্বীপ দেশই বলা যায়। আয়ারল্যান্ডের সাথে সংযুক্ত কিছু ভুমি ছাড়া পুরোপুরি আটলান্টিক মহাসাগর পরিবেষ্টিত।সারা বছর তীব্র শীতের কারনে সমুদ্র সৈকতে যাবার ইচ্ছা এমনিই উবে যায়। যদিও লন্ডনের অতি নিকটে এসেক্স কিংবা ব্রাইটন গেলেই সাগর তীরে
Top today
নতুন এ ব্লগটির মানোন্নয়নে কয়েকটি কথা বলতে চাই। কথাগুলো সম্পাদকের সাথে সাথে ব্লগাররাও বিবেচনা করলে ব্লগটির স্বকীয়তা তৈরি হবে।
ব্লগটি সাহিত্য-নির্ভর বলেই লেখকদের আবশ্যিকভাবে সাহিত্য সম্পর্কে যথাযথভাবে ওয়াকিবহাল থাকা জরুরী। আর সেজন্য প্রয়োজন পর্যাপ্ত পাঠাভ্যাস। আমি সবাইকে এতে অভ্যস্ত হতে বলি।
মন্তব্যের
কথা ছিল দু’জনে
বিয়ে করব গোপনে,
শুধু তোমার কারণে
ঘর হলনা জমিনে।
সুখ নেই জীবনে
দুঃখ নেই মরণে,
শুধু তোমার কারণে
বাচঁতে চাইনা ভুবনে।
ঘুম নেই নয়নে
পথ চলছি গোপনে,
শুধু তোমার কারণে
ঘুরি বনে বনে।
ছন্নছাড়া জীবনে
যাব আমি কোনখানে
শুধু তোমার কারণে
কাজ করি দোকানে।
তোমার আমার ব্যবধানে
তুমি সুখের সন্ধ্যানে,
শুধু তোমার কারণে
তোমাকে পাইনি জীবনে।