দরজা খুলে রাস্তায় নামব বলে
রোজ রোজ সেজে গুজে নিজেকে ফকফকা করে
দরজার হাক খুলতে উদ্যোত হয়ে
এক পা দু পা করে এগোতে গেলে
হয় চেয়ার নয় টেবিল কিংবা
কোন না কোন অপঘাতে ব্যাঘাতে
আমার আর দরজা পর্যন্ত পৌছানো হয় না
বন্ধ দরজা বন্ধই থেকে যায়
আমার দরজা
Top today
আমি আগে অনেক
সময় এই
বিষয়ে জটিলতায়
পড়ে যেতাম যে, এই
বানানগুলোতে কী লিখব
ক্ষতিগ্রস্থ
না ক্ষতিগ্রস্ত,
অভ্যস্ত অভ্যস্থ
বিশ্বস্ত বিশ্বস্থ,
মুখস্ত মুখস্থ পদস্ত
পদস্থ কণ্ঠস্ত
কণ্ঠস্থ,… ইত্যাদি।
আমি তার সমাধান
পেয়েছিলাম
‘ভাষা শিক্ষার আসর’
বইটিতে।সে সমাধাণ
সবার জন্য উপস্থাপন
করা হল।
দেখতে হবে যেসব
শব্দের শেষ থেকে ‘স্থ’
বা ‘স্ত’ ফেলে দিলেও
পূর্ণ অর্থবোধক শব্দ
বহাল থাকে সেসব
শব্দের শেষে ‘স্থ’ হবে।
যেমন