বেগম সুফিয়া কামাল যে সময় জন্মগ্রহণ করেন তখন পরিস্থিতি নারী শিক্ষার সম্পূর্ণ বিপরীত ছিল । বাঙালি নারিরা একরকম গৃহবন্দী ছিল এবং স্কুল , কলেজ বা এরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা পরিবার থেকেই নিষিদ্ধ ছিল । তখন ঐ পরিবারে বাংলা ভাষাকে প্রায় নিষিদ্ধ
Top today
নিবেদন
অক্ষয়কুমার বড়াল
কোথা পাব বাল্মীকির সে উদাত্ত স্বর?
কোথা কালিদাস-কণ্ঠ ষড়জ-মধুর?
কোথা ভবভূতি-ভাষ-গৈরিক-নির্ঝর?
ছিন্ন-কণ্ঠ পিক আমি, মরণ-আতুর।
সে নহে সাবিত্রী, সীতা, দময়ন্তী, সতী,
চিরোজ্জ্বল দেবী-মূর্তি কবিত্ব-মন্দিরে;
লয়ে ক্ষুদ্র সুখ দুঃখ মমতা ভকতি,
ক্ষুদ্র এক বঙ্গনারী দরিদ্র কুটিরে।
নহে কল্পনার লীলা-স্বরগ নরক;
বাস্তব জগৎ এই, মর্মান্তিক ব্যথা।
নহে ছন্দ, ভাব-বন্ধ, বাক্য রসাত্মক;
মানবীর