আমরা কথা বলি,কাজ
করি না। শুরু করি, শেষ
করি না।
আমরা আশা করি, স্বপ্ন
দেখি, কষ্ট স্বীকার
করি না।
আমরা সফলতা অর্জন
করতে চাই,
অলসতা বর্জন করি না।
তাই আমাদের আশা হয়
দুরাশা। আমাদের
ভাগ্যে জোটে ব্যর্থতা।
বড় মূর্খ আমরা। বড়
নির্বোধ আমরা।
আমরা কামনা করি,
সাধনা করি না।
আমরা ইচ্ছা করি,
বাস্তবায়ন করি না।
আরাম করি, সংগ্রাম
করি
Top today
আমি বাবাকে কখনও
কাঁদতে দেখিনি।যত
শোকের ও হৃদয়বিদায়কই
হোক শুধু একটু মন খারাপ
হওয়া ছাড়া।
তবে মুনাজাতে অনেক
কাঁদতে দেখেছি।
প্রতিবার যখন
বাড়ী থেকে বের হই,
মা দুচোখের অশ্রু প্রবাহ
ছাড়া বিদায়
দিয়েছে কিনা মনে পড়ে
না।খুব ছোট সময় যখন
বাড়ী থেকে বের হতাম
প্রায় ২ কিলো পথ
পাড়ি দিয়ে নৌকাঘাটে
পৌছিয়ে দিতেন আর আঁচল
দিয়ে বার-বার
আম-কাঁডোলের জেফত দিলাম
আমগো বাইত আইয়ো
বিছায়ে দিমু শীতলপাটি
আরাম কইরা বইয়ো
আইয়ো তোমরা আইয়ো কিন্তু
আইয়ো আমগো বাইতে
পাকনা আম কাডাল দিমু
আশ মিটাইয়া খাইতে
চিড়া-মুড়ি-দধি দিমু
আম-কাডোলের রসে
দাদীর হাতের পিঠা খাবে
রান্নাঘরে বসে।
দেখবে ঘুরে এই গেরামের
মানুষ কত ভালোরে
দেখলে মেমান নেবে টেনে
মুখটা করে আলোরে
জেফত দিলাম ভাইয়া আপু
আইয়ো সবাই আইয়ো
আইবা