কেমন মেয়ে বিল্লালের
লায়লা যার নাম,
কমন ছেলে দেলোয়ারের
মাহফুজ আনাম ।
ভালোবাসার মূল্য কতো
ওরাই কেবল বোঝে ,
মনের আবেগে সারাক্ষন
তাই তো শুধু খোজে ।
পালিয়ে যায় দুজনে
নিজ গ্রামের বাড়ি,
আনন্দে কাটায় দিন
সুখে জমায় পাড়ি।
বাবা মা করে ঘৃনা
নেয়না কভু মেনে,
মিথ্যে বুঝায় বার বার
নিয়ে আসে ট্রেনে ।
কিছু দিন