কতদিন দাড়িয়েঁ থেকেছি
তোমাদের বাড়ির রাস্তার কোণে,
তোমার বের হয়ে আসার অপেক্ষায়
তোমার হাতের এক গুচ্ছ গোলাপ
আমাকে দেবে বলে…।
দেখেও না দেখার ভান করে
আর চোখে তাকানোও
আমার কাছে অনেক কিছুই মনে হত
ভালোবাসার অপেক্ষা তখনও সহশ্র
আমি তখন হাটতেছি।পাশে কেউ ছিল না।আমি তখন দিবাস্বপ্ন দেখছিলাম।স্বপ্নটা এরকম।
-এই পাস্তুর,এই দিকে আয়তো।
পাস্তুর হেসে বললেন-আমি একজন সম্মানিত ব্যক্তি,আমাকে এভাবে ডাকবেন না।
-আচ্ছা সরি,নিজেকে বড় ভাবতে অভ্যস্ত হয়ে গেছিতো।আপনার খবর কি?
-এই তো ভাল।কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল।
আমি বললাম-স্বর্গে আবার কি ঝামেলা?
-ঈশ্বরের