পেয়ার গাছে জোড়া পেয়ারা
সাদা হয়েছে
তাই না দেখে কাঠ বিড়ালী
ছুটে এসেছে ।
কাঠ বিড়ালী কাঠ বিড়ালী
পেয়ারা যেই খাও ,
দুটির মধ্যে একটি তবে
আমায় ছুড়ে দাও ।
কি বললে ভাই একটিও কভু
দিবে না
একই জলে সাতার কাটি
একই পাড়ায় বাস,
একই মাঠে ফসল ফলাই
কাটাই বার মাস।
পাঠশালাতে একই গুরু
একই সিলেবাস,
গানের সনে বাজাই সানাই
পরকে অতি আপন বানাই
করি আনন্দ উচ্ছাস।
সূর্যের আলো চাঁদের কিরণ
সদা বিলায় নাই বিভাজন,
করেনা পর সবাই আপন
সংখ্যালঘু-সংখ্যাগুরু
বিভাজনের খেলা শুরু
কেন কর ভাই ?
কে মহাবীর কে যে ভীরু
জানেন
একটি নিঃচুপ বিমুগ্ধ সকাল তখন
এ বুঝি রোদের মিষ্টি ছড়া ক্ষন-
হাওয়া ভাসে, পাখিরা উড়ছে
গোলাপ ফুটছে, কৃষ্ণচূড়ার দুলছে
বট বৃক্ষের পাতা গুলো ঝরছে