আমরা সবাই বলি
আমরা মানুষ, ভালো মানুষ
সত্যিই কি তাই….?
কাজের সাথে, কথার সাথে
মিল খুজেঁ কি পাই সবার ?
মিথ্যে বলে বাঁচার প্রবনতা
অসৎ কাজে, অসৎ পথে
দ্বিগুন উৎসাহে কাজ করা
জীবন বদলের নামে
গরীবের টাকা
দিন শেষে রাত এসেছে
পৃথিবীর ঐ দিকটা দেখো,
যেখানকার মানুষ এখনো না খেয়ে আছে
আর্তনাদের শক্তি হারিয়ে তারা এখন মৃতপ্রায়।
গভীর অন্ধকার, সবদিকেই ভয়
ঐ পৃথিবীতেও কোন আলো নেই,
অপেক্ষা প্রহরের স্পর্শহীন বুকে