পাথর ঘাটা অবস্থান কালে আমাদের দিন কাল ভালই যাচ্ছিল । আমরা ধৃত তিন জন পাক সেনাদের সখিপুর হেডকোয়াটারে পাঠিয়ে দিলাম । মাঠ ঘাটের পানি শুকিয়ে গেছে । ততদিনে যুদ্ধের গতিও ত্বরান্বিত হতে থাকলো । বিভিন্ন জায়গায় যুদ্ধে মার খেয়ে খেয়ে
আফিয়া কিছুটা ভেবে বলে-আমার তো অন্যরকম মনে হচ্ছে।
-কি রকম?
-আমরা সম্ভবত পৃথিবীর দিকে যাচ্ছে।
-মানে কি?
-আমাদের নভোযানের গতিপথ কেউ ঘুরিয়ে দিয়েছে।ঘুরিয়ে একেবারে অপোজিট করে দিয়েছে।
টিক উদ্বিগ্ন হয়ে বলে-এসব কি বলছ?
-কম্পাসের মুখ দেখে আসলাম।পৃথিবীর দিকে ঘুরানো।
-তাহলে তো উলটো দিকেই যাচ্ছে।
-রাডারটাও ডিএক্টিভেট করা।
-সেজন্যই তো
#gallery-1 {
margin: auto;
}
#gallery-1 .gallery-item {
float: left;
margin-top: 10px;
text-align: center;
width: 33%;
}
#gallery-1 img {
border: 2px solid #cfcfcf;
}
#gallery-1 .gallery-caption {
margin-left: 0;
}
/* see gallery_shortcode() in wp-includes/media.php */
শরীরটা ভাল ছিলোনা ভাই
সবাইকে জানালাম আজ তাই
জানিনা কীভাবে কেটেছে দিন
কবিতার কাছে ভীষণ ঋণ ।
ঋণ আমি তাঁদের তরে
যারা আমার লেখা
নারী, তোমার নারীত্ব কোথায় পরিস্ফুটিত
তুমি কি জানো….?
তুমি যখন কষ্টে নীল হও
ব্যথায়, যন্ত্রনায় কাত্রাও,
যখন তুমি হাতদুটো শিকলের মত আকরে ধরে
ভূমিষ্ঠ কর কোন সন্তানকে
যখন আবার শীতল দুধে
পিপাশার্ত শিশুর তৃঞ্চা মেটাও
সেখানেই তোমার নারীত্বের ব্যকরন