ঘরের জানালা দিয়ে বিবেক পালায়
ডাস্টবিনে ঘুরে ফিরে বেলা অবেলায়।
সূর্যের চোখেও ছানি পড়েছে দিনে করে আঁতাত
টাকার জন্য সূর্যও করে রাজনৈতিক সংঘাত।
মানুষ নাকি বন্য জানোয়ার টাকায় মিলে দুধ !
হাজার পাঁচেক টাকা হলেই মৃত্যু হারায় বোধ !
দেশপ্রেমও নাকি সস্তা জিনিস বার বার জাগে
ঘুমের
Top today
গৃহ পরিস্করন কর্মসূচী
নিয়েছি আজ হতে।
হতে চাই আজ
সুগৃহিনী।
ঝাড় দিচ্ছিলাম
প্রবল উৎসাহে
যত ময়লা আবর্জনা
দেশের।
নিজের ঘরখানি যে
ততধিক ময়লা
তা দৃষ্টির আগোচরে।
বাধিয়া গেল গৃহযুদ্ধ
আজকে আর নয়
দেশসেবা
নয় কবিতা গল্প
আপন আপন কাজ
সেরে নিব আজ।
সন্ড্রী রান্না বান্না
বাচ্চা পালন
আর যাবতীয় কাজ।
দেখাতে চাই
হতে পারি আমি
সুগৃহিনী চাইলেই।