মানুষ কত অসহায় বুঝতে চাও তো চক্ষু বন্ধ করো , দেখ তোমার পার্শ্বে কিছুই নেই । তুমি যেন অমাবশ্যার ঘোর নিশিতে ডুবে আছ । নিজেকে কি পরিচয় দিবে ? তুমি জন্তু ,মানুষ,উদ্ভিদ নাকি কোন বস্তু তাও সঠিক ঠাহর করতে পারবে
Top today
ভালবাসি তোমায় অনেক বেশি
যতটা না ভালবাসি নিজেকে।
কি দেবো তুলনা?
এর কাছে তুচ্ছ দেখায় নীলাকাশ কে।
বাতাসের সাথে যুদ্ধ আমার
তোমার নিঃশ্বাসে মিশবে আগে কে?
তোমার হাসির জন্য
আমি ক্ষণেক্ষণে বদলাই নিজেকে।
পৃথিবীর সব ফুল তোমার জন্যেই
আমি আপন করেছি কাঁটাকে।
সুর্যকে দিয়ে ফাঁকি
আমি আড়াল করেছি তোমাকে।
এতটাই ভালবাসি আমি
ছোট্ট বেলার ছোট্ট শিশুটি আজ হাঁটতে শিখেছে ,
বাড়ির আঙ্গিনা আজ ধূলা শূন্য ,
ফড়িংগুলো আজ আর ক্লান্ত নয় ,
পাখির বাসায় ঢিল ছোঁড়ার আর কেউ নেই ।
দক্ষিণা বাতাস বইছে চারদিক ।
ভাঙা গাছের শাখায় গজিয়েছে সবুজ পাতা ।