(তিন)
পাড়াময় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে সশব্দে নয়; নিঃশব্দে। দেখলে মনে হবে কেউই কিছু জানে না। আসলে সবাই জানে। কিন্তু কেউ প্রকাশ্যে মুখ ফুটিয়ে বলে না। বলে কানে কানে, চোখে চোখে। পাড়ার মেয়েরা কাজের ফাঁকে ফাঁকে একজন আরেক জনের কাছে গিয়ে
আমাকে ভালবেসেছিল নিদ্রাহীন কবিতা,
আমাকে ভালবেসেছিল নিরাশার স্বপ্নগুলো,
আমি তোমার মুখের কালো তিলের স্বপ্ন ছিলাম,
তোমার চোখের পাপড়িরা রাতভর আমার পাপড়ির সাথে খেলা করে।
আমাকে ভালবেসেছিল রাত্রির কল্পলতা,
আমাকে ভালবেসেছিল অজানার রুপের ব্যাথা,
আমার স্বপ্নগুলো চলে যায় তোমার ঘুমের অন্তরে,
তোমার ঠোঁটের স্পর্শের সুর আমার