তোমাকে জানি–
এই আমি–আমার ছায়া
তোমার চোখ,দিঘীর প্রতিফলন,
স্মৃতির কম্পনে জল ঢেউ,
অনন্ত এই জীবন,তুমি আমি আমরা,
অতলে দেখো অবিনাশ কিছু নেই —
হাজারও ছায়ার মাঝে আমি তুমি আমরা একাকার।
#আমার ‘মায়ের’ কস্তাপেড়ে
শাড়িখানি দুলছে যেথায়,
পাটশোলার বেড়া বেয়ে-
কুঁয়োর পাড়ে,
রৌদ্রশালিক টুনটুনিরা-
প্রহরান্তে সোহাগ মাখায়;
বিস্তৃত উঠোন ঘিরে-
সেদ্ধ ধানের গুচ্ছ মিছিল,
‘মায়ের’ চোখে শোকের পিরাণ,
সিক্ত যেথা অঝোর ধারায় |
# মাগো তুমি কোথা আছ ? কোন সূদুরে ?
নীল গহবর- আকাশে তারাদের ভীড়ে ?
শৈশব গেছে কবে ! তোকে