Today 26 Mar 2023
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

অনুরাগী_২১  
তুমি ছিলে রহস্য ঘেরা   
গোপন
ভাণ্ডারে।
 
প্রকাশ করবে নিজেকে
ভাবলে
অতপরে।
 
সৃজন করলে তুমি
এই
বিশ্বজগত।
 
নিজেকে প্রকাশ করতে
তোমার এ
কুদরত।
 
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম
Sahidul77@gmail.com

বিস্তারিত পড়ুন

 
আর্শিনগর চমকায় যখন
নুরের
ঝলকে।
 
আমি ঝলকাই প্রিয়তমের
প্রেমের
আলোকে।
 
যে প্রেমের জন্যে তিনি
বানাইলো
আমায়।
 
সেই প্রেমের জন্যে আমি
খুঁজিগো
তাঁহায়।
 
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম
Sahidul77@gmail.com
 

বিস্তারিত পড়ুন

 
প্রেম থেকেই আমায় তুমি
করলে
রচনা।
 
স্বীয় প্রেমকে দেখতে দিলে
রুহানী
আয়না।
 
শুধু তোমার প্রেম, প্রিয়
আমার
দেহ-মনে
 
আমি হবো প্রেমাবিষ্ট 
তোমার প্রেম
প্লাবনে।
 
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম
Sahidul77@gmail.com
 

বিস্তারিত পড়ুন

অনুরাগী_১৭
আসমানী জগতের ছবি
যেথায় আমি
পাবো।

তোমার দেয়া প্রেমকুঞ্জ
সেথায় আমি
যাবো।

কাবার মতন প্রেমকুঞ্জ
বিশ্বে কি আর
আছে?

তাইতো এতো প্রিয় কাবা
সব মানুষের
কাছে।

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম
Sahidul77@gmail.com

বিস্তারিত পড়ুন

অনুরাগী_১৮
শিশু যেমন মায়ের বুকে
পরম সুখে
হাসে।

তেমনি তোমার প্রেমকুঞ্জে
প্রেমে মানব
ভাসে।

ঐ না প্রেমকুঞ্জে যেতে
মনটা আমার
চায়।

নিবে কি বিধি তুমি?
তোমার প্রিয়
কাবায়।

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম
Sahidul77@gmail.com

বিস্তারিত পড়ুন

অনুরাগী_১৬
সাফা ও মারওয়ায় যেতে
ইচ্ছে আমার
হয়।

দৌড়ব আমি, নিয়ে মনে
আশার মাঝে
ভয়।

দুজাহানের শান্তি, আমি
করবো
কামনা।

বিধি এ জীবনে পুড়াইও
মনের
বাসনা।
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম
Sahidul77@gmail.com

বিস্তারিত পড়ুন

 

তোমার হাতে ওগো প্রিয়
রাখতে চাই
হাত।

চুমিতে ইচ্ছা হয় তাই
হাজরে
আসওয়াত।

তোমার ঐ প্রতীকী হাতে
রাখবো আমি
হাত।

করবো পালন তোমার নির্দেশ
আসুক যতই
আঘাত।
মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম

Sahidul77@gmail.com

বিস্তারিত পড়ুন

অনুরাগী_১৪
ওগো প্রিয়, তোমার নাকি
আছে দুটি
ঘর।

একটি হলো কাবা, আর
আরেকটি
অন্তর।

একটি ঘরকে সাজাই আমি
নিত্য যতন
করে।

পুরাও আশা, এসো তুমি
অধমের
বাসরে।

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম
Sahidul77@gmail.com

বিস্তারিত পড়ুন

পূর্ব-পশ্চিম যেদিকই হোক
যা’ই আমি
দেখি।

যেথায়ই আমি যাই না কেন
তোমার
মুখোমুখি।

তুমি ছাড়া অন্য কিছু ভাবার
সুযোগ
নাই।

তাইতো সদায়, ওগো প্রিয়
তোমায় শুধু
চাই।

মোহাম্মদ সহিদুল ইসলাম
লেখক_ চলন্তিকা ডট কম
Sahidul77@gmail.com

বিস্তারিত পড়ুন

ডাকতে ডাকতে যখন হবে
দর্প, আমার
তরে।
 
তখন বুঝি আসবে তুমি
অধমের
বাসরে।
 

বিস্তারিত পড়ুন

অন্ধআমি, বন্ধ আমার
মনেরই
দুয়ার।
 
কেমনে হবে, বল আমায়?
তোমার-আমার
দীদার।
 

বিস্তারিত পড়ুন

 তোমায় আমি পাবো বলে
করে থাকি
উপবাস।
 
উপবাসে আছে কি আর?
লোক দেখানোর
অবকাশ।
 

বিস্তারিত পড়ুন

go_top