আমি বুঝি না রাজার নীতি,
আমি খুঁজতে চাই বেঁচে থাকার ভীতি।
আমি চাই না রাজ্য জয়ের হুংকার,
আমি উড়তে চাই বিহঙ্গের মতন বারবার।
আমার পিঠে লেপ্টে গেছে দেয়াল,
আমার চাই কন্ঠবল স্বদেশী প্রাণের খেয়াল।
আমায় ভাইয়ের রক্তে রাঙিয়ে পেয়েছি মায়ের বুলি,
আমার মাটির সন্তানেরা দিয়েছে স্বাধীনতা ঝুলি।
আজ
বিস্তারিত পড়ুন
সর্বশেষ ১০টি মন্তব্য