Today 25 Sep 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

তোমায় দেখেছি শ্রাবণ বা ভাদ্রে
কখনও প্রখর রোদ্রে,
কখনও ঝিরি ঝিরি বৃষ্টিতে
ধ্বংস অথবা সৃষ্টিতে।

দেখেছি তোমায় হয়তোবা,
বর্ষা, শীত অথবা ফাগুণে
শাণিত স্লোগানের আগুন জ্বালা আন্দোলনে।
নতুবা হয়তো –
কতিপয় শুকনো আতেলের সম্মিলনে,
ভাবসর্বস্ব সামাজিকতার মোহাচ্ছনে,
মানুষের লেবাসে কিছু যন্ত্রমানবের মধ্যিখানে
ভেসে যেতে দেখেছি অসামাজিকতার অন্ধটানে।

যেভাবেই তুমি দেখা দাও আমায়,
আমি

বিস্তারিত পড়ুন

 

হেডফোন কানে লাগিয়ে
এফএম রেডিওতে
নভেম্বর রেইন গানটা শুনতে শুনতে
বৃষ্টির মাঝে হেটে গেছি
শাহবাগেরই পথটা ধরে
সে তো অনেকবারই।

 

যুদ্ধপরাধিদের বিচারকে সমর্থন করে
শিবিরের পোলাপানের থ্রেট খেয়েছি অকাতরে
সেও তো অনেকদিন আগের কথাই।

 

শাহবাগের তোমরা
আমার পরিচিত মুখ ভীষণ
তবু, তোমাদের স্লোগানে আমার গলা মেলেনা
তোমাদের সাথে প্রতিবাদে আমার হাত বজ্রমুষ্ঠি

বিস্তারিত পড়ুন
go_top