মেঘ ছিঁড়ে ছিঁড়ে চিঠি পাঠায় চাঁদের স্বরলিপি
সবুজ সংকেতে জাগে মাটির উৎসব
জলের চিকন গায়ে মাছের যাত্রাপালা
মগজে ফেনিয়ে ওঠে কালের উইঢিপি।
দৃষ্টিসুখ আলস্যের সুরে বাজা বাঁশী
নোলক-পরা কিশোরীর হাতে
ঘুমখোলা চোখের স্বপ্নসম্ভার
সবুজেই বেঁচে ফেরে স্বপ্ন অবিনাশী।
অযথা নিরবতা কখনও আসে ধীর পায়ে
পাখি উড়ে যায়
আমি কে,প্রশ্ন রাখে
স্থির
বিস্তারিত পড়ুন
সর্বশেষ ১০টি মন্তব্য