কেউ পড়ে না,কেউ পড়ে না
এমন ছড়া লিখি,
ভাব-ভাবনা ভজঘট
সুর-তাল সব মেকি।
ছন্দে নাকি গন্ধ আছে
শব্দে আছে মাত্রা,
বাক্যে আছে বকম-বকম
আকাশ পথে যাত্রা।
ভুলের ছড়া হুল ফুটিয়ে
ঝরিয়ে দেয় ফুল,
তবু সুবাস ছড়িয়ে পড়ে
সোনা ছড়ির দুল।
সোনার মাটি রুপোর জীবন
তাম্রপত্রে লেখা,
লোহার হৃদয় মরচে পড়ে
আছাড় খেয়ে শেখা।
সুখ-সাগরে উথালপাতাল
ঢেউয়ের মত
বিস্তারিত পড়ুন
সর্বশেষ ১০টি মন্তব্য