মরণ,
আমি চোখ ঢাকলাম!
এইতো চেয়েছিলে-
সমস্ত আলো কেঁড়ে নেবে,
তিরোহিত হবে আশার উৎপাদন!
তারপর একটুকরো আত্মসমর্পণের দলিলে
আমি এঁকে দেবো- আমার ব্যর্থতা!
ক্ষয়িষ্ণু পাথরের মতো,
চেতনার অবক্ষয় হবে।
তারপর হতাশার সুবিশাল অন্ধকারে
সমাহিত হবো আমি!
এইতো চেয়েছিলে!
ভুল!
তুমি ভুল চেয়েছিলে!!
আমি চোখ ঢেকেছি-
দুর্ভাবনার হাতছানি বর্জনে!
আমার বন্ধ চোখেই হাজার আলোর মেলা,
আমি ক্রমাগত স্বপ্নোৎপাদন
বিস্তারিত পড়ুন
সর্বশেষ ১০টি মন্তব্য