Today 08 Aug 2022
banner
নোটিশ
ব্লগিং করুন আর জিতে নিন ঢাকা-কক্সবাজার রুটের রিটার্ন বিমান টিকেট! প্রত্যেক প্রদায়কই এটি জিতে নিতে পারেন। আরও আছে সম্মানী ও ক্রেস্ট!
banner

 

মরণ,

আমি চোখ ঢাকলাম!

এইতো চেয়েছিলে-

সমস্ত আলো কেঁড়ে নেবে,

তিরোহিত হবে আশার উৎপাদন!

তারপর একটুকরো আত্মসমর্পণের দলিলে

আমি এঁকে দেবো- আমার ব্যর্থতা!

ক্ষয়িষ্ণু পাথরের মতো,

চেতনার অবক্ষয় হবে।

তারপর হতাশার সুবিশাল অন্ধকারে

সমাহিত হবো আমি!

এইতো চেয়েছিলে!

 

ভুল!

তুমি ভুল চেয়েছিলে!!

 

আমি চোখ ঢেকেছি-

দুর্ভাবনার হাতছানি বর্জনে!

আমার বন্ধ চোখেই হাজার আলোর মেলা,

আমি ক্রমাগত স্বপ্নোৎপাদন

বিস্তারিত পড়ুন

 

কেমনে বলিস,

ভালোবাসিস!

বাসলে ভালো,

চাঁদের আলো,

দু’হাত ভরে আমায় দিতি!

কেনই তবে,

এমনি ভাবে-

একলা ঘরে,

চাঁদের তরে,

আমার লেখা করুণ চিঠি!

 

বিস্তারিত পড়ুন

আবেগের ঘনঘটায় আপ্লুত হয়ে উঠি;

তবে সেটা একমুহূর্তই!

এরপর যখন হিংস্র বাস্তবতা সামনে এসে দাঁড়ায়-

কুলকুল করে ঘামতে থাকি।

তার কয়েক মুহূর্ত পরেই-

আবার শুরু হয় অনাগতের যন্ত্রনা!

কপালে ঈষৎ ভাজ পড়ে অন্তঃসত্ত্বার!

 

কতবার ভাবি এটাই শেষ-

তবু নবজাতকের কান্না থামেনা ঘরে।

কর্মচান্ঞ্চল্যের ভীড়ে-

কখনো সখনো বিলীন হয়ে যায় আমার

বিস্তারিত পড়ুন
go_top