প্রথম যেদিন তোমার সাথে দেখা হয়েছিল-
শামুকের মত নিজেকে গুটিয়ে নিয়েছিলে।
তার পরের দেখায় লজ্জাপতির মত লাজে একটু ঘোমটার ফাকে তাকিয়েছিলে।
লাজে লাজে একটু হেসেছিলে-
সেই থেকে আমার সমস্ত হৃদয় আনন্দে-আশায়- বুক ভরে গিয়েছে;
হৃদয়ের ডুবে যাওয়া সূর্যটা আবার উদয় হয়েছে।
তুমিও চেয়ে ছিলে সেই সূর্যের
বিস্তারিত পড়ুন
সর্বশেষ ১০টি মন্তব্য