রিক্ত বনবীথিকার শাখে জেগেছে কচি কিশলয়
মৃদুমন্দ দখিনা বায় লেগে বয় সর্বাঙ্গে শিহরণ
ধুলোর আবরণ ভেঙ্গে গাছে গাছে অপরূপ সবুজ মায়া নিকেতন
বনান্তরালে ডাকে কুহু কুহু কোকিল
অশোক পলাশ বনে রঙে রাঙিয়েছেন বিধাতা..
রঙিন সুখে আত্মহারায় মন হারায় সেই কৈশোরের দুরন্তপনায়…
শিমুলের পাঁপড়ি ছিঁড়ে ছিঁড়ে আকাশে
Top today
হঠাৎই সেদিন
এসেছিলো সুদিন
জানালে আমন্ত্রন
মনে বাড়ে উত্তেজন
নিমন্ত্রণ কফি শপে
ভাল লাগায় বুক কাঁপে
দাঁড়িয়ে অপেক্ষা
বাড়ে দেখার আকাঙ্ক্ষা
দুর থেকে
চোখ রেখে
আছো দাঁড়িয়ে
দুহাত বাড়িয়ে
প্রতিক্ষার অবসান
দৃষ্টি উজ্জল শোভমান
দুজন রিক্সা নিয়ে
দেখি চারপাশ চেয়ে
থামলো শপের সামনে
আনন্দ উড়ে পবনে
পরিবেশ মনোরম
কৃত্রিম ঝরণা ঝমঝম
ভিতরটা আলো আঁধারি
সামনে মুখটি ভাসে তারই
খুশির এই ক্ষণটি
হিল্লোলিত মনটি
কথা