অনেক হয়েছে
আর না
কথা না বলে আর দুরে
যাস না
সব অভিমান ছেড়ে দে
ছাড় না
এত ডাকি মনে মনে, শুনতে কি
পাস না?
সারাদিনই কথা কস দেখিতো, তুইতো
মরা লাশ না
ভয় পাস কি আমায়? দেখ আমার হাতে ফুল,
বাঁশ না
মন চায় সারাক্ষণই
Top today
ভালো লাগে
শিহরণ জাগে
তাকালে মন রাঙ্গে
হারাই অনুরাগে
চোখে চোখ
কাঁপে বুক
মিটিমিটি হাসি
তৃপ্তি রাশি রাশি
লজ্জা পাও?
তাকাও তাও ।
দেখবে বলে
উঠে দাঁড়ালে
সব চক্ষুর আঁড়ালে
তুমিও যেনো হারালে;
ভালোই হয় এমন হলে
সুখ সঙ্গী হও পলে পলে;
অনেক ভালবাসাবাসি
না থাকলেও পাশাপাশি।
—————————
কাল্পনিক
সংগৃহীত এ্যানিমেশন
animation net collected
ইদানিং মন বড় ব্যাকুল হয়ে থাকে
কৈশোরের উঠোনে ফিরে যেতে,
অদ্ভুত আনন্দঝরা দিনগুলি সেই;
চোখগুলো যেন হয়ে উঠে মনের জানালা…
জানালায় উঁকি দিয়ে নিস্তব্ধতায় কাটে
ভাবনাগুলো হয় নীল পায়রা;
উড়াউড়ি করে কৈশোরের উঠোনজুড়ে।
সেই বটগাছ; মাথা ছিল আকাশসম
তার নিবিড় ছায়া যেনো বিনয়াবনত,
বটরে শিখরে বসে কেটেছে বিনোদ মুহুর্ত;
শিউলীর