যাহা চাই তাহা পাই না,
তাহা পেয়ে যাই,যাহা চাই না।
যাহা ভাবি তাহা পাই না,
তাহাই পেয়ে যাই,যাহা ভাবি না।
যাহা কাম্য নয়,তাহাই ঘটে যায়,
তাহাই ঘটে যায়,যাহা কাম্য নয়।
কেমন যেন বিষাদময় যন্ত্রনাদায়ক,
এক লালায়িত অগ্নিশিখা।
যাহা চাই তাহা পাই না,
তাহা পেয়ে যাই,যাহা চাই না।
যাহা ভাবি তাহা পাই না,
তাহাই পেয়ে যাই,যাহা ভাবি না।
যাহা কাম্য নয়,তাহাই ঘটে যায়,
তাহাই ঘটে যায়,যাহা কাম্য নয়।
কেমন যেন বিষাদময় যন্ত্রনাদায়ক,
এক লালায়িত অগ্নিশিখা।