ও চাঁদ,তুমি অনাহারীর প্রলুব্ধ রুটির মত
ছেঁকে ধর আকাঙ্ক্ষার প্রহসন…
খাদ্যমুঠি ছিটকে যায় শূন্যতায় —
তোমাদের দূরত্বে আকাশ হতাশা !
ছিনিয়েছ অভুক্ত রুটি,ওই চাঁদ,শিশুটির আহার,
ওই মরা পেট অনাহারী শিশুরা তো জানে না কো
মাতৃ বেদনার পরিধি–এ মাটির আকর্ষণ,অঙ্কুরিত বীজের তাপমান,
সময় প্রতীক্ষিত যে বৃক্ষ দেবে ফল,ওরা তাই