মা তুমি পচা অনেক
কিন্ত বড্ড ভালবাসি
পচা হলেও ভালবাসি
তোমার মিষ্টি হাসি।
তুইও তো দুষ্ট অনেক
জ্বালাস দিন রাতি
দুষ্টামির হাসি দিয়ে
ঘরে জ্বালাস বাতি।
তুমিও তো দুষ্ট অনেক
শুধু খাওয়াতে চাও!
খাওয়ানোর মাঝে তুমি
কি যে মজা পাও?
বেশি বেশি না খেলে
দেশের এই অবস্থায় এই ছড়াটিই মুখে আসছে বার বার……. (আমার কোন দোষ নাই)
====================================================
১।
নৌকা ফুটো
ধানে ছোঁচা
বুড়িদের
নাক বোঁচা ।
বন্দি করুম
কে দিব খাঁচা?
আর বাকি
এরা চাচা
সময় শেষ
আর কত বাছা?
সুযোগে মারলাম
পিনের খোঁচা
কথা কিন্তু মিছানা
এক্কেরে হাছা ।
২।
একটুখানি বৃষ্টি হলে
রাস্তা ভাসে বন্যায়
দেখেও কি দেখে না
বঙ্গবন্ধুর কন্যায়।
ইনার দোষ,