Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

মা তুমি পচা অনেক
কিন্ত বড্ড ভালবাসি
পচা হলেও ভালবাসি
তোমার মিষ্টি হাসি।

তুইও তো দুষ্ট অনেক
জ্বালাস দিন রাতি
দুষ্টামির হাসি দিয়ে
ঘরে জ্বালাস বাতি।

তুমিও তো দুষ্ট অনেক
শুধু খাওয়াতে চাও!
খাওয়ানোর মাঝে তুমি
কি যে মজা পাও?

বেশি বেশি না খেলে

চাইছি এবার তোমার কাছে
বর্ণমালার দুল
এই ফাগুনে দিবে কি আমায়
পলাশ রাঙ্গা ফুল।
দুলটা হবে অ আ ক খ
কিংবা ছ ত বর্ণমালায়
বর্ণ দিয়ে মালা গেঁথে
পড়িয়ে দিও গলায়
আরো কিছু বর্ণ এনো
এমনি হাতে করে,
এক ঝুড়ি স্বরবর্ণ
দিয়ো আঁছল ভরে।
বর্ণ দিয়ে করবো শব্দ
শব্দে শব্দে বাক্য;
বাক্যে বাক্যে কবিতা
বাক্য

পেইজ দেন, লাইক দেই 🙂
গ্রুপে নেন, লিভ নেই 😀
ট্যাগান, সেল্প ফোটো :/
আনফলো, রিমোভ দুটো 😛
ইনবক্সে, লাইক প্লিজ
ইয়েস, লাইকড দিজ (y)
ভেবে বড়, করলে ফলো
খুশি না হয়ে পারি কি বলো? 🙂
রিকো পাঠালে, পিএম সেন্ড
লেইট হলে, রিকো দি এন্ড 🙁
ভদ্রতায়, না হলে চ্যাট

দেশের এই অবস্থায় এই ছড়াটিই মুখে আসছে বার বার……. (আমার কোন দোষ নাই)
====================================================
১।

নৌকা ফুটো
ধানে ছোঁচা
বুড়িদের
নাক বোঁচা ।
বন্দি করুম
কে দিব খাঁচা?
আর বাকি
এরা চাচা
সময় শেষ
আর কত বাছা?
সুযোগে মারলাম
পিনের খোঁচা
কথা কিন্তু মিছানা
এক্কেরে হাছা ।

২।
একটুখানি বৃষ্টি হলে
রাস্তা ভাসে বন্যায়
দেখেও কি দেখে না
বঙ্গবন্ধুর কন্যায়।
ইনার দোষ,

go_top