আজ কাব্যে আমার মন নেই
আমার মন আজ অতীত ফেরত চায়
অতীতে ফেরার পথ-তো বন্ধু আমার জানা নেই
কি করে আমি অতীত ফেরত দেব?
কি করে আবার দিনাজপুরের লেবু বাগানে
বানামীনির সাথে ভালবাসা ভালবাসা খেলব?
কত আপন ছিলাম আমি আর বেনামীনি
মাঝখানে কতগুলো অতীত এসে ঢুকে গেল
আর