আমি দেখেছি রোদেলা দুপুর, ঘুমন্ত রাত
অসীম পথ, অচেনা শহর আর রহস্য
সুগন্ধ-দুর্গন্ধ, নিরিবিলি কলরব ছিল সেথায়।
আমি দেখেছি এক নর্তকীর নগ্ন দেহ
অপমানে, ব্যাথায় আর লজ্জায় জর্জরিত।
আমি অনেক অসহায়ের মত চেয়ে ছিলাম,
ঘৃণা, আফসোস আর খুব ছোট