আগে লোকে গাড়ি বলতে গরুর গাড়ি বুঝত।
এখন মানুষগুলো গরু হয়ে যাচ্ছে,তাই গরুর গাড়ি নিখোঁজের তালিকায়।
চারচাকার মোটরগাড়ি গুলোয় এখন গাড়ি।
শাওনের পাশ দিয়ে হুশহাশ চলে যায় ঝকমকে গাড়িগুলো।
শাওন আমেদ জীবনবীমার দালাল।দশ বছরের এজেন্ট হিসেবে তার যেমন উপার্জন হওয়ার
কথা ছিল,হয়নি। কারণ মিথ্যে ছাড়া