Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কোথাও তো বন্য আমরা–

আদিম অরণ্য উলংগতায়

রাত নেমে আসে একান্ত শিয়রে…

 

নিত্যের পদ্মরাগ ছিঁড়ে পড়ে–উঠে আসে বিরান গহ্বর,

রক্ত ধর্মে ফুঁসে ওঠে এক শরীর যন্ত্রণা,

অবক্ষয়ী মন,উন্মাদী ইচ্ছেগুলি অপরাধী ধর্ষকাম–

উঠে আসি নগ্ন এক চেহারায়,

পড়ে থাকে দলিত ছিন্নভিন্ন শতদল !

 

তোমার মাঝেও

শরীর বনবাসে জেগে ওঠে অপরাধী

go_top