শুকতারা জেগে থাকে। রাত ভর ওকে দেখা যায়। মৌমনা দেখেছে সে তারা। মা তাকে দেখিয়েছিল–আকাশে একটা তারা খুব জ্বল জ্বল করছিল। মা আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে ছিল, ‘দেখ মৌমনা,ওই যে তারাটা–ওকে শুকতারা বলে। রাত ভর ও জেগে থাকে।’
ছোট মৌমনা তা জানে