হিম হিম ঠান্ডা
বইছে বাতাস ঝিরঝির
হাড় কাপানো শীতে
কাপছি কেমন থির থির ।
ঠক ঠক শীত করে উপেক্ষা
রোজীর টানে
ছুটছি আমি, ছুটছ তুমি
অফিস পানে ।
গায়ে জড়িয়েছি চাদর, স্যুট কুট
পায়ে মোজা
গলায় পেচিয়েছি মাফলার আহ!
কিযে মজা।
শীত পাচ্ছে না নাগাল
তোমায় আমায়
করছে না কাবু, কি সাধ্য শীতের
আমাকে কাঁপায়